স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পাঠ্যক্রম তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পুঁথিগত শিক্ষার পরিবর্তে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে সিটি করপোরেশন আয়োজিত আন্তঃস্কুল-কলেজ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এটি করা হয়েছে। এতে আমরা সফট স্কিল গড়ায় জোর দিচ্ছি। সাংস্কৃতিক কর্মকাণ্ড, সময়মতো কাজ করার মানসিকতা, দলগত কাজ করায় আগ্রহী ও নেতৃত্ব দেয়ার দক্ষতা গড়তেই এ শিক্ষাক্রম।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আমি চাই চট্টগ্রামের কোন শিশু শিক্ষা থেকে বঞ্চিত না থাকুক৷ এজন্য শিক্ষামন্ত্রীর কাছে আমার অনুরোধ যদি সম্ভব হয় চসিকের স্কুলগুলোকে এমপিওভুক্ত করুন৷ তাহলে আমরা আরও স্বল্প বেতনে বেশি শিক্ষার্থীকে পড়াতে পারব।