শাহরুখ ন্যাড়া মাথায়! টিজারেই এই লুক দেখে ছিটকে গিয়েছিলেন সবাই। তারপর ছবি তো বাকি কাজ করেই দিয়েছে। কিং খানকে এই লুকে দেখে মুগ্ধ তার ভক্তরা। প্রতিদিন কোনও না কোনও রেকর্ড গড়ে চলেছে এই ছবি। কিন্তু আচমকা কেন এই ন্যাড়া লুকে ধরা দিলেন তিনি? অথচ ‘জাওয়ান’ চিত্রনাট্যে এই লুক নাকি ছিলোই না।
আইএমডিবি-কে দেওয়া সাক্ষাৎকারে কিং খান তার এই লুকের নেপথ্যে থাকা কারণ প্রকাশ্যে আনলেন।
শাহরুখ খান জানান, তিনি খানিকটা অলসতার কারণেই এই লুকটা পছন্দ করেছিলেন। কিং খানের ভাষায়, ‘এটা স্ক্রিপ্টের অংশই ছিল না। এটা আমার তৈরি হওয়ার একটা অংশ ছিল, যা স্ক্রিপ্টে ছিল। আমি অলসতার কারণেই এই লুক বেছে নিয়েছিলাম। আমি বলেছিলাম দুই ঘণ্টা ধরে মেকআপ করতে হবে না, আমি কি তবে ন্যাড়া লুকে ধরা দিতে পারি? তো সেখান থেকেই এই লুকের ভাবনা আসা। যদিও একটু ভয় ভয় পেয়েছিলাম, কারণ যে বন্ধুদের এই লুক দেখিয়েছিলাম ওরা সবাই বলেছিলো- এটা অত্যন্ত ভয়ঙ্কর, মেয়েরা তোকে পছন্দ করবে না। কিন্তু এখন আশা করছি মেয়েরা আমায় পছন্দ করেছে। আশা করবো টাকযুক্ত পুরুষদের মেয়েরা এখন পছন্দ করবে।’
ছবিতে কিছু অংশে খলনায়ক হয়ে ধরা দিয়েছেন কিং খান সেই প্রসঙ্গে তার কী মত? শাহরুখের কথায়, ‘আমি কখনও হিরোর চরিত্র করতে চাইনি। আমার মনে হয় হিরোরা খুব একঘেয়ে হয়। হিরো মানেই যেন তারা সব ভালো করবে, ভালো কাজ করবে। তাই অত ভালো হওয়ার জন্য আমি চট করে একটু খারাপ হয়ে গিয়েছিলাম, যাতে আবার সেখান থেকে বেরিয়ে আমি ভালো মানুষ হিসেবে চরিত্রটা করতে পারি। আমার খারাপ ছেলের অভিনয় করতে ভালো লাগে।’
গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জাওয়ান’। এই ছবিতে কিং খানকে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে। তার সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা প্রমুখ।