শাহিদ কাপুর ও কারিনা কাপুর জুটি বলিউডে এক সময় দারুণ হইচই ফেলেছিল। পর্দার সামনে তো বটেই, পর্দার পেছনেও গল্পেও মজেছিলেন ভক্তরা।
‘ফিদা’, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’-র মতো একাধিক সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন প্রাক্তন যুগল। যদিও, জুটি হিসাবে তাদের সবচেয়ে স্মরণীয় ছবি ‘জাব উই মেট’।
ইমতিয়াজ আলি পরিচালিত ওই সিনেমাতেই শেষ বার জুটি হিসেবে দেখা গিয়েছিল শাহিদ ও কারিনাকে। তারপরে অবশ্য ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন দুই তারকাই। তবে জুটি হিসাবে নয়। এমনকি, সিনেমাতেও কোনো ফ্রেমে একসঙ্গে দেখা যায়নি শাহিদ ও কারিনাকে।
গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন, ‘জাব উই মেট’-এর দ্বিতীয় পর্ব নিয়ে ভাবনাচিন্তা করছেন নির্মাতারা। সিনেমার স্বার্থে কি তবে ফের জুটি বাঁধবেন প্রাক্তন যুগল?
ভক্তদের দাবির কথা মাথায় রেখে ‘জাব উই মেট ২’ সিনেমার জন্য নাকি শাহিদ ও কারিনাকেই জুটি হিসেবে পেতে চাইছেন নির্মাতারা। শুধু তাই-ই নয়, পরিচালক হিসাবেও নাকি ইমতিয়াজকেই ভাবছেন তারা। সত্যিই কি শাহিদ-কারিনাকে এক ছাদের তলায় ফেরাবেন তিনি?
সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পরিচালক নিজে। তবে ভক্তদের হতাশ করে ইমতিয়াজ বলেন, আমি অন্তত ‘জাব উই মেট ২’ সিনেমা নিয়ে কিছু জানি না। আমার মাথায় এই মুহূর্তে ওই ঘরানার কোনো গল্পই নেই।
তিনি বলেন, আসলে এই খবর ছড়ানোর আগে আমাকে কোনো কিছুই জানানো হয়নি। তাই আমি জানি না কী বলব! তবে দেখা যাক, কী করা যায়।