সম্প্রতি এক সাক্ষাৎকারে নন্দিত কথাসাহিত্যিক ও বরেণ্য নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে কেনো কাজ করা বন্ধ করেছিলেন, সে বিষয়ে কথা বলেন দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
এই তারকার অভিযোগ, হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় জাহিদ হাসান যে রোলটা করেছে সেই চরিত্রের জন্য তার সঙ্গে সব কথা ফাইনাল ছিল। কিন্তু একটা পর্যায়ে তাকে আর সেই চরিত্রের জন্য নেওয়া হয়নি।
মাহফুজ আহমেদের ভাষ্য, ‘আমার আছে জল’ সিনেমায় জাহিদ হাসান যে রোলটা করেছে এই রোলটা নিয়ে আমার সঙ্গে সব কিছু ফাইনাল ছিল। এরপর আমি অস্ট্রেলিয়ায় গেলাম বউয়ের কাছে। এসে শুনি ওই রোলটা আমি করছি না। ফেরদৌস যে চরিত্রে অভিনয় করেছে, সেটা করব। বিষয়টা জানার পর বলে দেই- ‘না, আমি করব না।’
এই অভিনেতা বলেন, এরপরে জানলাম জাহিদ হাসান এই চরিত্রে অভিনয় করতে পেরে খাসি জবাই করে খাওয়ায়ে বলছে, ‘এটা আমার স্বপ্নের ক্যারেক্টর।’
বিষয়টা জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি সে আমাকে বলতো, মাহফুজ আমি এই চরিত্রটা করতে চাই, তুই ওটা কর। তাহলে আমি খুবই খুশি হতাম। কিন্তু এমনটা জাহিদ বা হুমায়ূন আহমেদ কেউ করেননি। তারা আমাকে জানানোর প্রয়োজন বোধ করেননি- যোগ করেন অভিনেতা।
এরপর থেকেই আর কখনো হুমায়ূন আহমেদের সঙ্গে কোনো কাজ করেননি বলেও জানান মাহফুজ।
এদিকে ওই অনুষ্ঠানে জাহিদ হাসানকে নিয়ে মন্তব্যটি ঠিক হয়নি বলে মনে করছেন এই তারকা। বিষয়টির জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি।
মাহফুজ বলেন, ‘এটি আমার সঙ্গে মোটেও যায় না। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি আমার বলাটা ঠিক হয়নি। আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি- ভুল করেছি। সে গ্রহণ করবে কি না সেটা জাহিদের বিষয়। আমি ভুল করেছি, সরি বলেছি। এখন জাহিদ আমাকে ক্ষমা করতেও পারে আবার আছাড়ও মারতে পারে।’
যদিও অভিনেতার এমন মন্তব্যর জবাবে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি জাহিদ হাসান।