মার্চের যে কোনদিন রামগড় স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে। পরিদর্শন কালে ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ বলেছেন, ভারতের দক্ষিণ ত্রিপুরা রাজ্যের সাব্রুমে আইসিপি বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট প্রস্তুতি শেষের দিকে। শীঘ্রই উদ্বোধনের প্রক্রিয়াধীন। এটি উদ্বোধনের ফলে দুই দেশের যাত্রীরা মৈত্রী সেতু হয়ে বৈধতা নিয়ে পারাপারের সুযোগ পাবেন।
এদিকে রামগড় আন্তর্জাতিক প্যাসিঞ্জার টার্মিনাল অফিস কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন। সভা শেষে ফেনী নদীর উপর নির্মিত ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ১ ও বন্দর অবকাঠামো নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। এসময় পরিদর্শন কালে সঙ্গে ছিলেন, হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি শেলনী সাই ও ফটিক ডি নাগ।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রামগড় পৌছলে অতিথিদের স্বাগত জানান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, বাংলাদেল স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরওয়ার আলম, নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মনিরুজ্জামান, রামগড় ৪৩ বিজিবি’র জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ইমাম হোসেন পিএসসি, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় থানার অফিসার ইনচার্জ দেবপ্রিয় দাশসহ প্রমুখ।