পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় সাত সেনাসদস্য ও ছয় সন্ত্রাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন ক্যাপ্টেন রয়েছেন। শনিবার (১৬ মার্চ) প্রদেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে এ হামলা হয়। খবর জিও নিউজের।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে জানিয়েছে, ছয় সন্ত্রাসীর একটি দল এ হামলা চালায়। বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে নিরাপত্তাচৌকিতে ঢোকে তারা। এরপর বিস্ফোরণ ঘটায়।
হামলায় নিহত সাত সেনাসদস্যের মধ্যে একজন হাবিলদার, একজন নায়েক, তিনজন সিপাহী, একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন ক্যাপ্টেন।
আইএসপিআরেরর বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলির সময় সেনাসদস্যরা নিহত হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আরও জানিয়েছে, নিহত সেনাদের জানাজা পৃথক পৃথক এলাকায় হবে। এরপর সামরিক সম্মানের সঙ্গে তাদের নিজ শহরে দাফন করা হবে।