লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর ধোঁয়া দেখা যায়।
লেবাননের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, হিজবুল্লার একজন সিনিয়র কমান্ডারকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। যদিও ওই কমান্ডারের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
তিন দিন আগেও ইসরায়েলি বাহিনীর রকেট হামলায় ১২ লেবানিজ শিশু কিশোরের প্রাণ গিয়েছিল। এবারের হামলায়ও অনেকের প্রাণহানি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর পার্শ্ববর্তী এলাকা হারেত হ্যারিকে হিজবুল্লার সুরা কাউন্সিলকে লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লার কমান্ডারকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় বেসামরিক মানুষের হতাহতের দায় তাকেই নিতে হবে।
সূত্র : রয়টার্স