হরদীপ সিংয়ের পর এবার কানাডায় আন্ত-গ্যাং সহিংসতায় আরেক খালিস্তান আন্দোলনের নেতা নিহত হয়েছেন। নিহত নেতার নাম সুখা দুনেকে। জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল এই হত্যার দায় স্বীকার করেছে। বুধবার এ ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের মোগা শহরের ‘এ ক্যাটাগরির’ গ্যাংস্টার ছিলেন দুনেকে। তিনি পরবর্তীতে ২০১৭ সালে জাল পাসপোর্ট বানিয়ে কানাডায় চলে আসেন। তিনি খালিস্তানি নেতা আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তালিকায় উল্লেখিত খালিস্তান ও কানাডার সঙ্গে সংশ্লিষ্ট ৪৩ জন গ্যাংস্টারদের একজন বলে দাবি ভারতীয় সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএর।
এদিকে হরদীপ সিংয়ের হত্যাকাণ্ড নিয়ে এখনো বাজে সময় যাচ্ছে ভারত-কানাডার। বিষয়টি নিয়ে দারুণ দুশ্চিন্তায় পশ্চিমা বিশ্ব।