
ইসরায়েলজুড়ে দ্রুত বাড়ছে মানসিক স্বাস্থ্য সংকট। স্থানীয় দৈনিক ইয়েদিয়থ আহরনোথ-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে মানসিক সহায়তার চাহিদা অভূতপূর্ব হারে বেড়ে প্রায় দুই লাখ মানুষ এখন জরুরি সেবার প্রয়োজন বোধ করছেন। বিশেষজ্ঞরা পরিস্থিতিকে ‘মানসিক স্বাস্থ্য সুনামি’ হিসেবে বর্ণনা করেছেন।
মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার পরিসংখ্যানের ব্যাপক হার উদ্বেগ বাড়িয়েছে। ২০২৪ সালে হতাশা ও উদ্বেগজনিত রোগনির্ণয় ২০১৩ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে।
অক্টোবর ২০২৩-এর পর PTSD রোগীর সংখ্যা মাসে ৭০ শতাংশ হারে বেড়েছে, নতুন রোগী যোগ হয়েছে ২৩ হাজার ৬০০। মানসিক স্বাস্থ্য হটলাইনে কল ছয় গুণ বৃদ্ধি পেয়েছে।
মনোরোগ সংক্রান্ত ওষুধের ব্যবহার দ্বিগুণ হয়েছে, আর ঘুমের ব্যাধি বেড়েছে ১৯ শতাংশ।
ক্লালিত হেলথ সার্ভিসেস ও মায়ার্স–জেডিসি–ব্রুকডেল ইনস্টিটিউট পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে— ৭ অক্টোবরের ঘটনায় সরাসরি প্রভাবিত মানুষের অর্ধেক এখনও মানসিক সমস্যায় ভুগছেন। সাধারণ জনগণের প্রতি পাঁচজনের একজনের কার্যক্ষমতাও এ কারণে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
আটটি বড় মানসিক স্বাস্থ্য সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, দেশটি ‘গভীর ও ব্যাপক মানসিক অসুস্থতার প্রাদুর্ভাব’ এর মুখোমুখি, যা অতীতে কখনও দেখা যায়নি। তাদের ভাষায়, ইসরায়েলি সমাজের মানসিক সুস্থতা ‘ইতিহাসের সর্বনিম্ন অবস্থায়’ নেমে এসেছে।
হাইফা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মেরাভ রথের মতে, হতাশা, উদ্বেগ, আসক্তি, দাম্পত্য সংকট ও শিশুদের আচরণগত সমস্যার হার আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত বাড়ছে। তিনি জানান, বর্তমানে প্রতি চারজনের একজন আসক্তির ঝুঁকিতে রয়েছে— যা ২০১৮ সালে ছিল প্রতি দশজনে একজন।
স্বাস্থ্যব্যবস্থার ওপর তীব্র চাপ
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ৭ অক্টোবরের পর থেরাপি সেশন ২৫ শতাংশ বেড়েছে। স্বল্পমেয়াদি থেরাপির সংখ্যা ২০২২ সালের ৩ হাজার ৫০০ থেকে ২০২৪ সালে গিয়ে দাঁড়িয়েছে ২০ হাজার— যা ৪৭১ শতাংশ বৃদ্ধি।
ড. ইলানা লাখ বলেন, ‘পুরো মানসিক স্বাস্থ্যব্যবস্থা এখন চরম চাপের মুখে। শুধু অস্থায়ী ব্যবস্থা দিয়ে এই সংকট সামাল দেওয়া সম্ভব নয়।’
সরকারের পরিকল্পনা
সংকট মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় একটি জাতীয় উদ্ধার পরিকল্পনা ঘোষণা করেছে। এতে মনোবিজ্ঞানীর সংখ্যা দ্বিগুণ করা, বেতন বৃদ্ধি, মানসিক রোগীদের ওয়ার্ড উন্নয়ন এবং বাড়ি–ভিত্তিক ও কমিউনিটি সেবা সম্প্রসারণের কথা উল্লেখ আছে। পরিকল্পনার সম্ভাব্য খরচ ধরা হয়েছে ১.৭ বিলিয়ন শেকেল (প্রায় ৫১৭ মিলিয়ন ডলার)।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক পদক্ষেপ নয়— পুরো ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। ইসরায়েল সাইকোলজিস্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়োরাম শলিয়ার স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের ওপর বাড়তি নির্ভরতারও সমালোচনা করেছেন।
সামনের দিনগুলো আরও কঠিন
মানসিক স্বাস্থ্য সংস্থাগুলোর মতে, সংকট এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। দীর্ঘমেয়াদি ট্রমা, নিরাপত্তাহীনতা ও সামাজিক কাঠামোর ভাঙন— সব মিলিয়ে ভবিষ্যৎ প্রজন্মও এই প্রভাব বহন করতে পারে।