‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সারাদেশের মতো খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।
শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, রামগড়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীমা গ্রাহক ও বীমা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ র্যালীতে অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর রামগড় সাংগঠনিক অফিসের বীমা গ্রাহকদের হাতে মেয়াদ পূর্তির চেক হস্তান্তর করেন।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর বারৈয়ার হাট যোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম বলেন, ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সেরা করদাতার সম্মাননা অর্জনসহ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী অর্থনৈতিক অগ্রযাত্রা ও জনমানুষের সুন্দর ভবিষ্যত বিনির্মানে অবদান রাখছে।
সাংগঠনিক অফিস ইনচার্জ এজিএম পারভিন আক্তার জানান, বীমা দিবসে রামগড় সাংগঠনিক অফিসে ৫ জন বীমা গ্রাহককে মেয়াদ পূর্তিতে প্রায় ১০ লক্ষ টাকা এবং ৩০ জন গ্রাহককে সারভাইভাল বেনিফিটের প্রায় ২০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে সরকারিভাবে ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে পালন করা হচ্ছে। বীমা বিষয়ে জনসাধারণের সচেতনতা বাড়ানোসহ আরও বেশি সংখ্যক মানুষকে বীমায় সম্পৃক্ত করতে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে মোট ৮২টি অনুমোদিত প্রতিষ্ঠান বীমা সেবা দিচ্ছে। বর্তমানে বীমার আওতায় আছেন দেশের ১ কোটি ৭১ লাখ ১০ হাজার মানুষ। লাইফ ও নন-লাইফ মিলে বীমা দাবি নিষ্পত্তির হার ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ৪ শতাংশ বেড়েছে।