শোকাবহ আগস্ট মাসের ১৫ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। এজন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মাসটি শোকাবহ মাস হিসেবে পালন করে। আগস্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাচ ধারণসহ মাসজুড়ে চলে দোয়া ও মাহফিলের আয়োজন।
সোমবার (২৯ জুলাই) ভোরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।
নিখিল শোকাবহ আগস্ট মাসকে কেন্দ্র করে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে কেউ সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করলে সেই সব দোষী ব্যক্তিদের পুলিশে দিতে ব্যবসায়ীদের আহ্বান জানান।