মালয়েশিয়ায় এক্সপ্রেস বাস দুর্ঘটনায় কামাল হোসেন (৪১) নামে প্রবাসী বাংলাদেশিসহ তিন জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি নির্মাণ শ্রমিক ছিলেন। বুধবার স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশি নিহতের খবর গণমাধ্যমকে নিশ্চিত করে মালয়েশিয়া প্রবাসী আহমাদুল কবির জানান, যাত্রীবাহী এক্সপ্রেস বাসটি মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোতা বারু জেলা থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। দুর্ঘটনায় বাসটির চালক আব আজিজ দাউদ (৬৩) এবং অপর বাস যাত্রী মোহাম্মদ সিউকরি মাত নূর (৫৫) নিহত হয়েছেন।
নিহত তিন জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাত জন। আহতদের কুয়ালা লিপিস ও গুয়ামুসাং হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
লিপিস জেলা পুলিশ প্রধান সুপার আজলি মোহম্মদ নুর জানিয়েছেন, কুয়ালালামপুরগামী ডবলডেকার এক্সপ্রেস বাসটি ১৮ জন যাত্রী নিয়ে কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিন জন।