” নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষণশালা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯শে অক্টোব) সকাল সাড়ে ১০ টায় উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রাংচাইপ্রু মারমা এর সঞ্চালনা ও উপজেলা মৎস্য অফিসার মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণশালার উদ্বোধন করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।
উদ্বোধন কালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলে জলাশয়ের অভাব,পতিত জমিতে ক্রিক বাঁধ দিয়ে জলাশয় তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন এ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২৬টি উপজেলায় কাজ করছে মৎস্য বিভাগ।
উপজেলার ২০ জন মৎস্য চাষী প্রশিক্ষণকালে প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন।