‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড় উপজেলায় র্যালি, আলোচনা সভা, ও জনসচেতনামূলক কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৩।
সকাল সাড়ে ১০টায় রামগড় যুব উন্নয়ন অধিদপ্তর অফিস প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে যুব উন্নয়ন মাঠে এসে শেষ হয়।
পরে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী সদস্যা কণিকা বড়ুয়া।
প্রধান অতিথি বলেন, দেশে মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। বর্তমানে শেখ হাসিনা সরকার এই বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে যুব ও যুব মহিলাদের আত্মবিশ্বাস, একাগ্রতা ও ধৈর্য্য নিয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হতে হবে।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ূন কবির।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও প্রশিক্ষিত যুবকরা অংশ নেয়। পরে সামাজিক কর্মকান্ডের উপর জনসচেতনতা মুলক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শামীম জানান, প্রশিক্ষিত ১৫ জন যুবকদের মাঝে ৭ লাখ চল্লিশ হাজার টাকার যুব ঋণ ও সনদপত্র প্রদান করেন অতিথি বৃন্দ।