রামগড়ে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বৃহ:বার (২ নভেম্বর) সকালে রামগড়ের হকটিলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ির উদ্যোগে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামগড়ের আয়োজনে কৃষি কর্মকর্তা মো: মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, পিআইও নজরুল ইসলাম।