“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড়ে সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায়ী, বিভিন্ন সমিতিকে নিবন্ধন সনদ ও অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
শনিবার (৪নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শোভাযাত্রা , জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী সদস্যা কণিকা বড়ুয়া, সাংবাদিক নিজাম উদ্দীন লাভলু প্রমুখ।
উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলমের সঞ্চালনায় ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার মধ্যেদিয়ে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদকসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।