খাগড়াছড়ির রামগড়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতিভাস্কর্য চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় রামগড়ের লেকপার্কে বিজয় ভাস্কার্য চত্বরে আনুষ্ঠানিকভাবে দলীয় নেতৃবৃন্দের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেকপার্কের বিজয় ভাস্কর্য চত্বরের আলোচনাসভাস্থলে এসে শেষ হয়। পরে বিজয় ভাস্কর্য বেদিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা হোসেন। উপজেলা যুবলীগ সভাপতি মো. আবদুল কাদের এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা মো. শামীমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।