সরকারি সম্পতি নষ্ট ও নাশকতাসহ একাধিক মামলায় ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে (৫৭) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে শহরের রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব- ৭ এর ফেনী ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রামপুর এলাকা থেকে শেখ ফরিদ বাহারকে গ্রেপ্তার করা হয়। বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধে তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, রাত ১টার দিকে চট্টগ্রাম র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের একটি টিম ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে থানায় হস্তান্তর করেছে।