খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্তবর্তী দূর্গম লাচাড়িপাড়া কলসির মুখের তলদেশে ৪৪ টি পরিবারের দীর্ঘদিনের পানি সমস্যা সমাধানে জেনারেটর প্রদান করেছেন ইউনএনও, রামগড়, মমতা আফরিন মহোদয়।
বৃহ:বার (১৬ নভেম্বর) তিনি নিজে উপস্থিত হয়ে জেনাটেররের মাধ্যমে পানি তুলে দিলে এলাকাটিতে আনন্দের বন্যা বয়ে যায়।
জানা গেছে, ঐ এলাকায় মাত্র ২টি টিউবওয়েল থাকলেও পানিতে আয়রন থাকায় সেই পানি ব্যবহার করা সম্ভব হতোনা। এর মধ্যে পর্যাপ্ত পানির অভাবে ১৭টি পরিবারের সদস্যদের জীবন দুর্বিসহ হয়ে ওঠে।
বছরের পর বছর দুর-দুরান্ত থেকে পানি এনে তারা নিত্য প্রয়োজনীয় কাজ করে আসছিলেন। তাদের সমস্যা অনুধাবন করে ফেব্রুয়ারি মাসে ৪৩ বিজিবি থেকে সাবমারসিবল পাম্প দেওয়া হয়। তবে, বিদ্যুৎ সংযোগ না থাকায় এতোদিন পাম্প ব্যবহার করা সম্ভব হয়নি।
পানির সমস্যা সমাধানে লাচাড়িপাড়ার জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসার, রামগড়ের কাছে একটি জেনারেটরের আবেদন করলে ইউএনও মমতা আফরিন মহোদয় সমস্যাটি দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করে আজ খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: সহিদুজ্জামান মহোদয়ের বরাদ্দ থেকে একটি জেনারেটর প্রদান করেন।
ইউএনও মমতা আফরিন মহোদয় নিজে উপস্থিত থেকে সমস্যাপীড়িত এলাকায় পানি উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করায় মহাখুশি সেখানকার শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ। সেখানে বিরাজ করছে উৎসবের আমেজ। সুপেয় পানি পাওয়ার খুশিতে এলাকাটির একজন বাসিন্দা সবাইকে মিষ্টি বিতরণ করেছেন।