খাগড়াছড়ি পার্বত্যাঞ্চল রামগড় উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড) আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬ শতজন কৃষকের মাঝে বিনামুল্যে ২ কেজি করে বীজ ধান বিতরণের মাধ্যমে প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রামগড় উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল হক এর সঞ্চালনা ও কৃষি অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রণোদনা প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার রাশেদ চৌধুরীর, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফুল করিম মজুমদার।
প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস বক্তব্যে বলেন, অত্র এলাকায় এক ইঞ্চি কৃষি জমি ও যেন অনাবাদি না থাকে এবিষয়ে আমাদেরকে লক্ষ্যে রাখতে হবে এবং কৃষি কাজের উপর জোর দিয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কৃষকদের কৃষিকাজে যেকোন পরামর্শের জন্য কৃষি অফিসের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক- কৃষাণী, স্থানীয় সাংবাদিক বৃন্দ।