রামগড়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কতৃর্ক আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের কর্মক্ষম বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বসত বাড়ীতে শাক সবজি চাষ/নার্সারী বিষয়ে ৭ দিনের জন্য ৩০ জন প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম আজ ১৭ ডিসেম্বর (রবিবার) বিকালে শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির। এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামীম সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:দেলোয়ার হোসেন, ক্যাশিয়ার সুনিতা এিপুরা, রামগড় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা – দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন ও প্রশিক্ষনার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের রামগড় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব তার বক্তব্যে উপস্থিত প্রশিক্ষনার্থীদের উদ্দ্যেশে বলেন, হাট- বাজারের সবজির দিকে না তাকিয়ে থেকে নিজ বাড়ীর আঙ্গীনায় খালি জায়গায় সবজি উৎপাদনের পরামর্শ দেন। যুব উন্নয়ন থেকে সবজি ও নার্সারী প্রশিক্ষণ নিয়ে যথাযথ ভাবেটা কাজে লাগাতে পরামর্শ প্রদান করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ”প্রশিক্ষিত যুবক উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সমানে রেখে প্রশিক্ষণ নিন আত্মকর্মী হউন। তিনি আরো বলেন, শুধু প্রশিক্ষন নিলে হবেনা প্রশিক্ষনকে যথাযথ ভাবে কাজে লাগাতে হবে এবং সবজি উৎপাদনে বিভিন্ন পরামর্শ দেন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন মেয়াদে সেলাই, ড্রাইভিং, কম্পিউটারসহ বিভিন্ন প্রশিক্ষণে প্রশিক্ষণ গ্রহন করার পরামর্শ প্রদান করেন ।