খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় এসব মদ ও ফেন্সিডিল জব্দ করে রামগড় উপজেলা মাদকবিরোধী টাস্কফোর্স।
অভিযানে উপজেলার মন্দিরঘাট নামক স্থানে বাংলাদেশ-ভারত সীমানার মেইন পিলার ২২১৬ এর ৬/RB হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১৯২ বোতল ভারতীয় মদ আটক করা হয়, যার সর্বমোট সিজারমূল্য ৪ লাখ ৮৭ হাজার দুইশত টাকা বলে টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে, অভিযান টের পেয়ে পাচারকারী চক্র পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার সকাল ৮টায় উপজেলা পরিষদ সংলগ্ন লং টেনিস গ্রাউন্ডে অভিযান পরিচালনা ও জব্দকৃত মাদক সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরার পাশাপাশি মাদকের বিরুদ্ধে টাস্কফোর্সের এমন অভিযান সবসময় অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বিফ্রিং এ রামগড় ৪৩ বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম, পিএসসি জি+, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, অফিসার ইনচার্জ দেব প্রিয় দাসসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
-তুহিন নিজাম