খাগড়াছড়ির রামগড়ে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে রামগড় থানা পুলিশ।
বৃহ:বার (২৮ ডিসেম্বর) সাড়ে ৫টায় উপজেলার গণপাঠাগারের সামনের সড়ক থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ আফসার (২২) ভূজপুর থানার ২নং দাঁতমারা ইউপির নিচিন্তা এলাকার মোঃ হানিফ এর ছেলে।
রামগড় থানার ওসি দেব প্রিয় দাস জানান, মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধীদের দমন এবং খাগড়াছড়ি জেলার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির সকল উপজেলায় পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং আজ সন্ধায় রামগড় থানায় কর্মরত এসআই(নিঃ) মহসিন মস্তোফা সঙ্গীয় অফিসার এসআই দিপক বিশ্বাস, এসআই সামছুল আমিন, এএসআই হবিকুল ইসলাম, এএসআই শাহাদাত হোসেন ও ফোর্সসহ রামগড় থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১,৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আফসারকে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।