পার্বত্য জেলা খাগড়াছড়ির পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
রবিবার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় জেলা পুলিশের উদ্যােগে খাগড়াছড়ির শতাধিক ছিন্নমূল নিম্ন আয়ের এসব মানুষের কাছে রাতের আঁধারে নিজে সরাসরি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অসহায় মানুষগুলো জেলা পুলিশের কাছ থেকে কম্বলগুলো পেয়ে আনন্দিত হন এবং পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.জসীম উদ্দিন, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো.তানভীর হাসান, ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেবসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, পাহাড়ে প্রচন্ড শীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষগুলোর কষ্ট লাঘবে জেলা পুলিশের উদ্যােগে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সমাজের বিত্তশালী ও সামজিক সংগঠনগুলো তাদের পাশে এগিয়ে আসলে সমাজ উপকৃত হবে কারণ, এ মানুষগেুলো আমাদেরই কারো না কারো সন্তান। খাগড়াছড়ি জেলা পুলিশ পরিবারের সদস্য হিসেবে ভালবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরেছে। এধরণের মানবিক কর্মকান্ডে জেলা পুলিশ সবসময় অংশগ্রহণ করবে।
-তুহিন নিজাম