সারাদেশের ন্যায় রাত পোহালেই রামগড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে রামগড় উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ৬ জানুয়ারী শনিবার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। ৯টি উপজেলা নিয়ে খাগড়ছড়ি ২৯৮ নং সংসদীয় আসন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন, ভোট কেন্দ্র ১৯৬টি।
এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমা (সোনালী আঁশ) ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মোস্তফা (আম প্রতীক)।
বাংলাদেশ নির্বাচন কমিশন এর গেজেট অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে উপজেলা ভিত্তিক মোট ভোটার সংখ্যা নিম্নরূপঃ-
দীঘিনালা উপজেলা- ৮৮,৩৭৭ ভোটার,খাগড়াছড়ি সদর উপজেলা- ৯১,৩৯৪ ভোটার, লক্ষিছড়ি উপজেলা- ২১,১৮৫ ভোটার, মহালছড়ি উপজেলা- ৩৫,৯২৩ ভোটার, মানিকছড়ি উপজেলা- ৫৪,১৭৯ ভোটার,গুইমারা উপজেলা- ৩৪,৬৫২ ভোটার, মাটিরাঙ্গা উপজেলা- ৮৮,৭৬০ ভোটার, পানছড়ি উপজেলা- ৫৫,০৯৭ ভোটার, রামগড় উপজেলা- ৪৫,৮৫২ ভোটার। মোট ভোটার সংখ্যা- ৫,১৫,৪১৯ (পাঁচ লক্ষ পনের হাজার চারশত ঊনিশ) ভোটার।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মমতা আফরিন এ প্রতিনিধিকে বলেন, রামগড় উপজেলায় ২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার ৮শত ৫২ জন। তার মধ্যে পুরুষ ২৩ হাজার তিনশত ১৯ জন এবং মহিলা ২২ হাজার পাঁচশত ৩৩ জন। আগামীকাল ৭ জানুয়ারী রোজ রবিবার ১৬ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
– রতন বৈষ্ণব ত্রিপুরা