খাগড়াছড়ির রামগড়ে ইয়াবাসহ মোহাম্মদ ইব্রাহিম খলিল বাবু (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
সোমবার (৮ জানুয়ারী) রাত পৌনে ৮টায় লেক পাড়স্থ ঝুলন্ত ব্রীজ এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইব্রাহিম খলিল বাবু রামগড় পৌরসভার বল্টুরাম টিলার মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে।
রামগড় থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামসুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে বাবুকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রামগড় থানার ওসি (তদন্ত) ফকরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এর আগেও ৩টি জিআর মামলা রয়েছে। সে পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।