পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ইং সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ।
রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান (এফএএফ) এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার দেয়া হয়।। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুক্ত ধর, পিপিএম (বার)।
রামগড় থানা সূত্রে জানা গেছে, নভেম্বর ও ডিসেম্বর-২০২৩ এই দুই মাসে আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট ও প্রশংসা পত্র পান তিনি।
পুলিশ সুপার মুক্ত ধর, পিপিএম (বার) রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশের হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় তার এই অর্জনে রামগড়বাসীসহ সকল সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনগুলোতেও তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খাগড়াছড়ি জেলা পুলিশের সকল কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।