গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নিযুক্ত মন্ত্রীসভার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে যোগদানের পর প্রথম বারের মতো তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি নিজ এলাকা আসছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। প্রতিমন্ত্রিত্ব পাওয়ার পর নিজ জেলায় আগমনের অপেক্ষায়। আগমনকালে জেলার প্রবেশদ্বার রামগড়ে যাত্রা বিরতীতে পদার্পণ করবেন তিনি।
উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি জানান, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে গোটা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল তার মধ্যে ১নং সেক্টরের আওতাধীন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থিত পার্বত্য অঞ্চলে রামগড় ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ সেক্টর। আজ এ রামগড়ের সর্বস্তরের জনগন ও দলীয় নেতাকর্মী সমর্থকগন প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে সংবর্ধনার ব্যাপক প্রস্তুতি।
রামগড় পৌরসভা মেয়র মো: রফিকুল আলম জানান, অভিনন্দন ও স্বাগত জানিয়ে রঙিন পোস্টার ও ডিজিটাল ব্যানারে ভরে গেছে ১৯২০ সালের সাবেক মহকুমা শহর রামগড়। নির্মিত হয়েছে তোরণও। প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে নতুন এ প্রতিমন্ত্রী’র বরণ কর্মসূচি উষ্ণতা ছড়াচ্ছে হিম শীতেও।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম আলমগীর বলেন, প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর আগমনের বার্তায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে ভিন্ন রকমের আমেজ।
– রতন বৈষ্ণব ত্রিপুরা