খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় দুইশতাধিক শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
১৭ জানুয়ারি (বুধবার) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগ্রেড উদ্যোগে ২০ ইসিবি রামগড় প্রকল্প ক্যাম্প ব্যবস্থাপনায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় পৌরসভাসহ আশপাশের এলাকার শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণের মধ্যেদিয়ে প্রদান করা হয়। এতে প্রধান অতিথি থেকে শীতার্ত ও অসহায়দের মাঝে কম্বল প্রদান করেন ক্যাপ্টেন আবু সালেহ।
ওয়ারেন্ট অফিসার ইমরান সাংবাদিকদের জানান, দেশ রক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। যা পরিবর্তীতে অব্যাহত থাকবে বলে জানান।
এসময় প্রচন্ড এ শীতে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।
এছাড়াও ওয়ারেন্ট অফিসার ইমরান, সার্জেন্ট আবদুল হকসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
– রতন বৈষ্ণব ত্রিপুরা