পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
রবিবার (২১ জানুয়ারি) রামগড় লেকপার্কস্থ বিজয় ভাস্কর্য চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।
উপজেলা প্রশাসনের আয়োজনে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” স্লোগানে দুই দিনব্যাপী মেলার স্টলগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সর্বন্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সোমবার (২২ জানুয়ারি) এ মেলা শেষ হবে।