খাগড়াছড়ির রামগড়ের দাতারাম পাড়ায় ৪টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার (২৪ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ইট ভাটাগুলো থেকে ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা অনুযায়ী ইট ভাটায় জ্বালানি কাঠ ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ কিন্তু এই ধারা মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত নয়, তাই নিয়মিত মামলা করার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রামগড় মমতা আফরিন।