সীমান্ত সড়কের উপর নির্মাণাধীন ব্রীজের সিমেন্টের ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ জনুয়ারি) সন্ধা সাড়ে ৭টায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্ত লাচারিপাড়া বিওপি হতে আনুমানিক ১ কিলোমিটার পূর্বদিকে পিলাকছড়া নামক স্থানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সীমান্ত সড়কের উপর নির্মানাধীন ব্রিজের জন্য টিনের তৈরি ঘরে সিমেন্ট মজুদ করে রাখা ঘরে আগুন লেগে সিমেন্ট বিস্ফোরিত হয়ে ঘরের চাল উড়ে যায়।
খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি।