রামগড় জোন ৪৩ বডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে রামগড় ব্যাটালিয়ন ( ৪৩ বিজিবি) অধীনস্থ কয়লারমূখ চেকপোষ্টে দায়িত্বরত হাবিলদার আহসান হাবিব এর নেতৃত্বে একটি টহলদল চট্টগ্রাম জেলার জোরালগঞ্জন থানা অন্তর্গত কয়লারমূখ চেকপোষ্ট এলাকা থেকে মালিক বিহীন ৫৫.৯৩ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করেছে বিজিবি জোয়ানরা।
বিজিবি কর্তৃপক্ষ এ প্রতিননিধিকে জানান,জব্দকৃত কাঠ কয়লা বনবিটে জমা করা হয়েছে।
রামগড় জোন ও ৪৩ বিজিবি পরিচালক অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন,পিএসসি এ প্রতিনিধিকে জানান, জোনের অধীনস্থ এলাকায় সীমান্ত রক্ষার পাশাপাশি পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
– রতন বৈষ্ণব ত্রিপুরা।