“খেলাধুলায় আসক্তি, কমে যায় বিভক্তি। খেলাধুলায় আসক্তি দূর হয় মাদকাসক্তি” এ শ্লোগানকে সামনে রেখে জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে রামগড় উপজেলা প্রশাসন এর আয়োজনে ও সহযোগিতায় উপজেলার ৭টি ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০টায় লগ টেনিস মাঠে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন উপস্থিত থেকে রামগড় উপজেলার বিভিন্ন ক্লাবের জন্য ফুটবল,ক্রিকেট ব্যাট, ভলিবল, স্ট্যাম্প,গ্লাভস প্রদান করেন।
ক্রীড়া সামগ্রী প্রদানকালে ইউএনও মমতা আফরিন বলেন, জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিচর্চা গুরুত্ব অপরিসীম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ ক্লাবের সভাপতি সম্পাদক ও সদস্য এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
– রতন বৈষ্ণব ত্রিপুরা।