

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে মোঃ ইয়াছিন (৩২) নামে এক ইয়াবা কারবারিকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
শুত্রুবার (৯ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে রামগড় বাজারের কাউছার ক্রোকারিরের সামনে থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ ইয়াছিন ফেনীর ছাগলনাইয়ার জগন্নাথ সোনাপুর গ্রামের বাসিন্দা কুদ্দুস মিয়ার ছেলে।
রামগড় থানা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী ইয়াছিনের বিরুদ্ধে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।