খাগড়াছড়ির রামগড় উপজেলার মহামুনি বিজিবি‘র বিওপি সংলগ্ন এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারী) রাত ৮টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
অভিযানে উক্ত স্থানে কৃষি জায়গা থেকে মাটি কাটার অভিযোগ প্রমানীত হয় এবং ভূমির মালিক মো: হারুন অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মো: হারুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।