পার্বত্য খাগড়াছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদার সভাপতিত্বে ১০ম শ্রেনীর ছাত্রী হাফিজা আফনান ও নাছিমা আক্তার বীথির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব প্রদীপ কুমার কার্বারি।
বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো: শামীম।
এসময় প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশের পরীক্ষার্থী হিসেবে রামগড় বালিকা বিদ্যালয়ের যে ঐতিহ্য সেটি সারাদেশে সকল প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে তুলে ধরতে হবে। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দশম শ্রেণির শিক্ষার্থী হাফিজা আফনানের সারাদেশে প্রথম হওয়াকে গৌরবের আখ্যায়িত করে তাকে শুভেচ্ছা জাানান তিনি।
রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মজুমদার, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও অন্যান্য সিনিয়র শিক্ষক, শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।