- সারাদেশে এক যোগে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা রামগড় উপজেলায় ১টি কেন্দ্রের ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০৬জন, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৮জন ও রামগড় গনিয়াতুল উলুম সিনির মাদ্রাসায় ৬৭ জন এবং কারিগরি ১৪ জন ছাত্র ছাত্রীসহ সর্বমোট ৫৩৫ জন পরীক্ষার্থী। তার মধ্যে ১০ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সুস্থ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট পরীক্ষা গ্রহণ ও মনিটরিং কমিটির গঠন করা হয়েছে। কমিটিকে সহযোগিতা করার লক্ষ্যে পরিক্ষা চলাকালীন অফিসারের দায়িত্ব পালন করবেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সোহেল রানা এবং কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করবেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক গাজী। অপরদিকে- রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের উক্ত প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক মহসিনুর জামান ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা হল সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ
১৭ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ