আজ ১৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিনব্যাপী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রামগড় উপজেলাধীন চিনছড়ি পাড়ায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম শুভ জন্ম মহোৎসব পালিত হয়েছে। রামগড় উপজেলার সৎসঙ্গ কেন্দ্রের আয়োজনে ঠাকুর অনুকুল চন্দ্রের এ শুভ জন্ম মহোৎসব পালন করা হয়। ভোরে মাঙ্গলিক নহবত ও উষাকীর্তনের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এসময় শ্রী সাধন চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। বিশেষ অতিথি ছিলেন সাধন চন্দ্র কর এসপিআর, মনিন্দ্র কিশোর ত্রিপুরা, প্রদীপ কুমার চৌধুরী, রমা পাল, পম্পি পাল। এতে প্রধান বক্তা ও স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সনাতন কুমার ঘোষ এসপিআর ও শ্রী প্রদীপ দাশ প্রমুখ।
এদিকে দিনব্যাপি অনুষ্ঠান মালায় ছিলো মাঙ্গলিক নহবত ও উষা কীর্তন, নাম সংকীর্তনে ছোটদের গানের আসর এবং ভক্তিগীতি প্রতিযোগিতা, ভক্তিমূলক গানের অনুষ্ঠান, আদর্শ সমাজ গঠনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ও সৎসঙ্গ, প্রসাদ বিতরণ, শ্রী শ্রী ঠাকুরের নীলাকীর্তন, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
– রতন বৈষ্ণব ত্রিপুরা।