খাগড়াছড়ির রামগড় উপজেলার নাকাপা উচ্চ বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের স্মরণে প্রভাতফেরি বিদ্যালয় প্রাঙ্গনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্প অর্পন, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণের আয়োজন করেন নাকাপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা রায়।
একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি ও গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দ্যেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাঃ) নুরুল হক গাজী, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম, নাকাপা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা মোঃ মোস্তফা হায়দার চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দীন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কাজী সোহেল রানা প্রমূখ বক্তব্য রাখেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলায়েত হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সহকারী প্রধান শিক্ষক রুমন কান্তি নাথ ও সহকারী শিক্ষক মফিজুল ইসলাম ভূঁইয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।
পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিয়োগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা ও দৈনিক যায়যায়দিন পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেনসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
-মো: মোজাম্মেল হোসাইন