রামগড়ের থলিবাড়ি ও লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নবনির্মিত শহিদ মিনার দুটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রামগড় মমতা আফরিন ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। এসময় সহকারি কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, পিআইও নজরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অপরদিকে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নান্দনিক হস্তাক্ষর লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে।
সকালে উপজেলা নির্বাহী অফিসার, রামগড় মমতা আফরিন মহোদয় উপস্থিত হয়ে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করেন। জাতীয় পর্যায়ে দেশসেরা হাফিজা আফনানকে এসময় সম্মাননাসহ নগদ ৫ হাজার টাকা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে সহকারি কমিশনার ভূমি মানস চন্দ্র দাস, সহকারি প্রোগ্রামার রেহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইলিয়াস, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, সহকারি প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মজুমদার, সিনিয়র শিক্ষক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন ও সাংবাদিক তুহিন নিজাম উপস্থিত ছিলেন।