খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার দূর্গম হাজাছড়া কৃষকদের জন্য একটি সেচ মেশিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ খাবার পানি সমস্যা সমাধানে একটি রিভার্স অসমোসিস ইলেকট্রিক পানির ফিল্টার বিতরণ করেছে জেলা মহিলা ক্লাব, খাগড়াছড়ি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, রামগড়, মমতা আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা মহিলা ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান মহোদয়ের সহধর্মিণী ইঞ্জিনিয়ার রাবেয়া চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট একটি রিভার্স অসমোসিস ইলেকট্রিক পানির ফিল্টার এবং দূর্গম হাজাছড়া এলাকার অসহায় কৃষকদের কৃষি কাজে পানি সমস্যা সমাধানের জন্য নিজে উপস্থিত হয়ে কৃষকদের একটি সেচ মেশিন বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার সম্মানিত ডিডিএলজি জনাব নাজমুন আরা সুলতানা, এডিসি রেভিনিউ জনাব ফেরদৌসী বেগম, এডিসি শিক্ষা জনাব রোমানা আক্তার, এডিসি জেনারেল ও বিজ্ঞ এডিএম মহোদয়ের সহধর্মিণী, রামগড় ও সদর উপজেলা কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, এনডিসি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দের সহধর্মিণীগণ।
উপহার বিতরণ শেষে অতিথিবৃন্দ দূর্গম হাজাছড়া এলাকার পাহাড়ী জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও অন্যান্য বিষয়ে খোঁজ-খবর নেন এবং তাদের আতিথেয়তা গ্রহণ করেন। সহজ-সরল জীবনের অধিকারী এ অঞ্চলের কৃষক-শ্রমিক, নারী-পুরুষদের ভালোবাসায় সিক্ত হন। সিদ্ধ ভূট্টা, বরই, পেয়ারাসহ পাহাড়ি খাবারে মেহমানদের আপ্যায়ন করেন তারা। এসময় আবহমান বাংলার এক চমৎকার দৃশ্যই যেন চিত্রায়িত হয়। জেলার উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও দূর্গম পাহাড়ী জনপদের প্রান্তিক খেটে-খাওয়া মেহনতি মানুষের মাঝে কোন ভেদাভেদের চিহ্নই পরিলক্ষিত হতে দেখা যায়নি। ক্ষণিকের হলেও মধুর এসময় কারো পক্ষেই ভুলে যাওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, রামগড় উপজেলার দূর্গম হাজাছড়া এলাকাতে এই প্রথম একজন খাগড়াছড়ি পার্বত্য জেলার লেডিস ক্লাবের সভানেত্রীর গমণ। তার আন্তরিকতায় রামগড়বাসি সম্মানিত। সভানেত্রীর প্রতি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
-তুহিন নিজাম