খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দিবসটি পালন উপলক্ষে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে একটি র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক, রামগড় থানা’র ওসি প্রতিনিধি, ১নং রামগড় সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম মজুমদার, কাউন্সিলর কনিকা বড়ুয়া, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোহাম্মদ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ জনপ্রতিনিধি বৃন্দ।
সভায় বক্তারা দিবসটি উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে আরো বেশি দক্ষতা ও সক্ষমতা অর্জন করে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আশা ব্যক্ত করেন।
অপরদিকে- উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে আইন-শৃঙ্খলা সভা, মাসিক সাধারণ সভা, জাতীয় পরিসংখ্যান দিবস পালনসহ ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে এককালীন অনুদান প্রদান করেন।
– রতন বৈষ্ণব ত্রিপুর।