“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
শনিবার ( ২মার্চ) সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন, পিআইও নজরুল ইসলাম, রেঞ্জ ষ্টেশন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।