সারাদেশেরন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রামগড়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহ:বার সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযুদ্ধা সংসদ, রামগড় থানা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ রাজনৈতিক- সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ইউএনও মমতা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, ওসি দেবপ্রিয় দাশ, তদন্ত ওসি ফখরুল উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, আইন-শৃংখলা বাহিনী, জনপ্রতিনিধি সহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
অপরদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরে পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথি বৃন্দ।