খাগড়াছড়ির রামগড়ে পবিত্র রমজান মাসে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মানস চন্দ্র এ মনিটরিং পরিচালনা করেন। এসময় রামগড় বাজার এবং সোনাইপুল বাজারের ব্যবসায়ীদেরকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
সোনাইপুল বাজারের একটি দোকানে প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে অধিক মূল্যে দ্রব্যাদি বিক্রি করা এবং প্রচুর মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে নগদ আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের অন্যান্য দ্রব্যমূল্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।