

নিউজ ডেস্ক: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে সীমিত আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর নেতৃত্বে উপজেলা পরিষদ, রামগড় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, রামগড় সার্কেল- রামগড় থানা পুলিশ, স্কুল- কলেজ-মাদ্রাসা,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ রামগড় রিপোর্টার্স ইউনিটির সদস্য বৃন্দ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। সূর্যোদয়ের সাথে সাথে পুলিশের একটি চৌকসটিম প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে রামগড় হাই স্কুল মাঠে কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনীতে ইউএনও মমতা আফরিন এ সভাপতিত্বে প্রধান অতিথি থেকে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। এসময় উপস্থিত ছিলেন ওসি দেব প্রিয় দাস। সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা।
মহান মুক্তিযোদ্ধভিক্তিক “ঐতিহাসিক রামগড়” নামক বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বিভিন্ন দপ্তরের সরকারি -বেসরকারি কর্মকর্তা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।