রামগড় টাইমস্ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামগড় উপজেলা,পৌর ও সকল অংগসহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল(৪ এপ্রিল) ২৪ রমজান দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক-১, রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ, ইফতার ও দোয়া মাহফিলে রামগড় উপজেলা ও পৌর বিএনপি ও সকল অংগসহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম খতিব, মুহতামিম এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।