রামগড় পৌরসভাধীন ১ নং পৌর ওয়ার্ডস্থ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পরিবার প্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল পাচ্ছেন ১৫৪ টি পরিবার।
সোমবার (৮ এপ্রিল) বিকাল ৫ টায় বল্টুরামটিলাস্থ হকটিলা আশ্রায়ণ প্রকল্প চত্বরে এসব চাউলের কার্ড বিতরণ করেন পৌর মেয়র মোহাম্মদ রফিকুল আলম।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হক, ২ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, ১,২,৩ নং পৌর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিবি আয়েশা, যুবলীগ নেতাকর্মী সোহেল, হানিফ, সেলিম, তাজুল ইসলাম,মোবারক হোসেন বাদশা, পিআইও অফিসের কার্যসহকারী পারমিত চাকমা উপস্থিত ছিলেন।
এসময় পৌর মেয়র রফিকুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসাবে ১৫৪টি পরিবারের মাঝে কার্ড (চাউল) বিতরণ করেন। উপহার হিসেবে এই কার্ড (চাউল) পেয়ে সকলে আনন্দিত এবং সন্তোষ প্রকাশ করেন। পরে হকটিলা এলাকার মসজিদের জন্য নিজ অর্থায়নে পৌর মেয়র রফিকুল আলম একটি পানির টাংকি প্রদান করেন।
-রতন বৈষ্ণব ত্রিপুরা।