রামগড় টাইমস্ ডেস্ক: রামগড় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে কমিটির সভাপতি ইউএনও – নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন, রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ।
আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বক্তাগন বলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি-শৃংখলা বজায় রাখার দায়িত্ব সকলের কর্তব্য বলে অভিমত ব্যক্ত করেন। তবে অত্র উপজেলায় বিভিন্ন এলাকায় মাদক, জুয়া, লাইসেন্স বিহীন টমটম পার্কিং – ভাড়া বৃদ্ধি, অবৈধ্য পাহাড় কাটা- বালু উত্তোলনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের কর্মস্থলে অনুপস্থিতি বেড়ে গেছে। বিষয়টি বন্ধ না করলে সামনে আইন-শৃংখলা অবনতিসহ পরিবেশের উপর প্রভাব পড়বে । পরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন, রেঞ্জ কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা দুপ্রক সভাপতি শাহআলম, বাজার মনিটরিং কর্মকর্তা, মাইক্রুবাস সমিতির প্রতিনিধি। এতে অরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা, রামগড় পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় সিনিয়র প্রবীন সাংবাদিক ফয়েজ আহম্মদ মিলন, সিনিয়র সাংবাদিক ও রামগড় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমূখ।